প্রকল্প পরিচালকের বানী

প্রকল্প পরিচালক মোঃ জয়নাল আবেদীন ১৯৮৪ সালের ২০ রা ফেব্রুয়ারি শালন্দার (শাহাপাড়া), উত্তর শালন্দার, ডাকঘর: সরদার গাড়া- ৫২৫০, পার্বতীপুর, দিনাজপুর মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। বাংলাদেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপটে তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে স্বাস্থ্য সহায়ক জনবল তৈরির বিকল্প নেই। রাষ্ট্রের নিকট জনগণের অন্যতম চাহিদার একটি হচ্ছে স্বাস্থ্য সেবা। ২০১৭ সাল থেকে আওয়ার হোপ সোসাইটি প্রতিষ্ঠার পর থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে আওয়ার হোপ সোসাইটি । পল্লী ডাক্তার প্রশিক্ষণ এর মাধ্যমে বিভিন্ন কোর্সে প্রতি বছর নির্ধারিত সংখ্যক আসনে শিক্ষার্থী ভর্তির মাধ্যমে মানসম্মত পল্লী ডাক্তার কোর্স প্যারামেডিকেল ডিএমএস ও নার্সিং কোর্স প্রশিক্ষণ প্রদান করে এদের কর্মসংস্থানের পাশাপাশি সমাজে মানসম্মত স্বাস্থ্য সেবা নিশ্চিত করছে। পাশাপাশি পল্লী চিকিৎসকেরা দেশজুড়ে তাদের অবদান এবং সেবা দিয়ে স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছে।